গৌতম আদানির সঙ্গে সাক্ষাৎ সত্য নাদেলার
আহমেদাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.): মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে দেখা করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। ওই সাক্ষাতের খবর বুধবার সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন গৌতম। আদানি গোষ্ঠীর কর্ণধার লিখেছেন, ''সত্য নাদেলার সঙ্গে দেখা করা এবং ভবিষ্যতে
গৌতম আদানির সঙ্গে সাক্ষাৎ সত্য নাদেলার


আহমেদাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.): মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে দেখা করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। ওই সাক্ষাতের খবর বুধবার সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন গৌতম। আদানি গোষ্ঠীর কর্ণধার লিখেছেন, 'সত্য নাদেলার সঙ্গে দেখা করা এবং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে তাঁর মূল্যবান অভিজ্ঞতা শোনা সব সময়ই আনন্দের। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যখন বাস্তব ও ডিজিটাল জগৎ অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হচ্ছে, আমরা ৩৬০ ডিগ্রি পার্টনারশিপ আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহী'।

উল্লেখ্য, মঙ্গলবার মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দু’জনেই ভারতের ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার নিয়ে আলোচনা করেন। বৈঠকের পর, নাদেলা এক্স-এ পোস্ট করেন এবং ভারতের এই সুযোগ সম্পর্কে ‘অনুপ্রেরণামূলক কথোপকথনের’ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande