
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউনেস্কোর বিমূর্ত ঐতিহ্য তালিকায় দীপাবলির অন্তর্ভুক্তি নিয়ে তাঁর আনন্দ এবং গর্ব প্রকাশ করেছেন।
এক্স-এ ইউনেস্কোর হ্যান্ডলের একটি পোস্টের প্রত্যুত্তরে মোদী বলেছেন: ভারত এবং গোটা বিশ্বের মানুষ শিহরিত।
দীপাবলি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এটি আমাদের সভ্যতার আত্মা। এটি আলো এবং ন্যায়পরায়ণতাকে মূর্ত করে তোলে। ইউনেস্কোর বিমূর্ত ঐতিহ্য তালিকায় দীপাবলির অন্তর্ভুক্তি এই উৎসবকে আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জনে আরও সহায়তা করবে।
প্রভু শ্রীরামের আদর্শ আমাদের অনন্ত পথের দিশা দেখাবে।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ