
দক্ষিণ ২৪ পরগনা, ১০ ডিসেম্বর (হি.স.): এক রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ক্যানিং থানার পুলিশ এসে পরিস্থিতি সামলায়। মৃতের নাম ভোলা ঘোষ (৫৫)। তাঁর পরিবারের লোকজনের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অব্যবস্থার অভিযোগে শিরোনামে এসেছে এই হাসপাতাল| সপ্তাহ খানেক আগেই অভিযোগ ওঠে, রোগের আঁতুড় ঘর, চরম নোংরা ও আবর্জনার স্তূপ জমে রয়েছে হাসপাতাল চত্বরে। মশা, মাছি ভনভন করছে। এমনকি কুকুর, বিড়ালেও ছড়াচ্ছে সেই আবর্জনা। ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগের অনতি দূরে, শিশুদের বহিঃবিভাগের এক্কেবারে পাশেই দিনের পর দিন জমা হচ্ছে হাসপাতালে ব্যবহৃত রক্তমাখা গজ, গ্লাভস, সিরিঞ্জ-সহ আরও অন্যান্য অনেক কিছু চিকিৎসা সামগ্রী। কিন্তু এসব পরিস্কারের কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ