
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): প্রফুল্ল চাকী (১০ ডিসেম্বর ১৮৮৮ – ২ মে ১৯০৮) ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন। বুধবার এক্সবার্তায় তাঁকে স্মরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, প্রফুল্ল চাকী-র জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। দেশের জন্য তাঁর আত্মত্যাগ আজও আমাদের দেশকে আরো ভালোবাসতে অনুপ্রেরণা যোগায়।”
প্রসঙ্গত, পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে জীবন বিসর্জন দেন।
ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী বিহারের মুজাফফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাঁকে ১৯০৮ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল সন্ধ্যা বেলায় হত্যা করার পরিকল্পনা করেন। অল্পের জন্য পরিকল্পনা ব্যর্থ হয়। কোণঠাসা হয়ে পড়ে প্রফুল্ল ধরা দেওয়ার বদলে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। পরবর্তীতে অনেক ঐতিহাসিক অনুমান করেন আত্মহত্যা করেননি, তাঁকে পুলিশ খুন করে মাথা কেটে নেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত