নিজে তদারকি করে রাস্তার খানাখন্দ ভরাট করালেন মধ্যমগ্রামের পুরপ্রধান
মধ্যমগ্রাম, ১০ ডিসেম্বর (হি.স.): মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ তদারকি করলেন রাস্তার গর্ত বোজানোর কাজ। বুধবার এমন দৃশ্য দেখা গেল মধ্যমগ্রাম-সোদপুর রোডে। দীর্ঘদিন ধরেই বেহাল দশা ওই এলাকার রাস্তার। খানাখন্দে ভরা রাস্তা ক্রমেই হয়ে উঠেছিল মরণফা
নিজে তদারকি করে রাস্তার খানাখন্দ ভরাট করালেন মধ্যমগ্রামের পুরপ্রধান


মধ্যমগ্রাম, ১০ ডিসেম্বর (হি.স.): মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ তদারকি করলেন রাস্তার গর্ত বোজানোর কাজ। বুধবার এমন দৃশ্য দেখা গেল মধ্যমগ্রাম-সোদপুর রোডে। দীর্ঘদিন ধরেই বেহাল দশা ওই এলাকার রাস্তার। খানাখন্দে ভরা রাস্তা ক্রমেই হয়ে উঠেছিল মরণফাঁদ। বার বার সারাই করার পরেও ফের খানাখন্দ তৈরি হচ্ছিল। তাই পূর্ত দফতরের ভরসায় না থেকে নিজেই মাঠে নামলেন মধ্যমগ্রাম পুরসভার পুর প্রধান।

সূত্রের খবর, এদিন পুরপ্রধান বিপজ্জনক গর্তগুলি বোজানোর কাজের তদারকি করেন। পুরসভার ঠিকাদারদের দিয়েই রাস্তা সারাই করান তিনি। মধ্যমগ্রাম থেকে সোদপুর বিটি রোড পর্যন্ত রাস্তা অন্যতম ব্যস্ত সড়ক। প্রায় সারা দিনই বাস, লরি, টোটো, অটো, বাইক চলাচল করে এই রাস্তা দিয়ে। তবে রাস্তা খারাপ থাকার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই যানজট এড়াতে মেরামতের কাজ করা ছাড়া উপায় ছিল না বলেই জানিয়েছেন মধ্যমগ্রাম পুরসভার পুর প্রধান।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande