
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে বুধবারই রাজ্যে এসে পৌঁছলেন কমিশনের পাঁচ বিশেষ পর্যবেক্ষক।
সূত্রের খবর, তাঁদের মধ্যে দুজন নন্দীগ্রাম ও রামনগরের জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম এবং তার পাশের কেন্দ্র রামনগরের জন্য বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। এজন্য কমিশনের তরফে দুজন বিশেষ প্রতিনিধি পাঠানো হয়েছে। এরা হলেন, প্রিন্সিপাল সেক্রেটারি বিধান চন্দ্র পাত্র এবং সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ।
কমিশন সূত্রে খবর, বুধবার ২১০ নন্দীগ্রাম বিধানসভার ইআরও-এর সঙ্গে বৈঠক করেন পর্যবেক্ষক। আগামিকাল রামনগরের ইআরও-এর সঙ্গে বৈঠকে বসবেন দায়িত্বপ্রাপ্ত অপর পর্যবেক্ষক। কীভাবে কাজ এগোচ্ছে, কোথায় সমস্যা, সবটা শুনবেন তাঁরা।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শুভেন্দুবাবু সংবাদমাধ্যমকে বলেন, হাওড়ার বকুলতলাতে থাকেন, আর নাম তুলেছেন নন্দীগ্রামে! থাকেন দিল্লিতে আর নাম তুলেছে নন্দীগ্রামে! এসব থাকলে তো কমিশন লোক পাঠাবেই।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত