
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): বুধবার কলকাতায় পা পড়ল স্পেস স্টেশন থেকে ঘুরে আসা প্রথম ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার। চলতি বছরের জুলাইয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরেন তিনি। এ দিন কলকাতায় ইন্ডিয়ান স্পেস সেন্টার অফ ফিজিক্স-এ এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথমেই ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মিউজিয়ামে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এরপর মিউজিয়াম ঘুরে দেখেন। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে বেলা ১২টা নাগাদ পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধিকর্তা বিজ্ঞানী ড সন্দীপ চক্রবর্তী।
হিন্দুস্থান সমাচার / সংবাদ