বীরভূমে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ
বীরভূম, ১০ ডিসেম্বর (হি.স.): এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে বিক্ষোভ দেখানো হল বীরভূম জেলার এক থানায়। সম্প্রতি ওই থানা এলাকার এক বিবাহিত মহিলা নিখোঁজ হন। নিখোঁজের অভিযোগও দায়ের হয়। বুধবার দুপুরে ময়ূরাক্ষী নদীর চরের একটি ঝোপ থেকে অর্ধনগ্ন ক্ষতবিক্ষত অব
বীরভূমে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ


বীরভূম, ১০ ডিসেম্বর (হি.স.): এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে বিক্ষোভ দেখানো হল বীরভূম জেলার এক থানায়। সম্প্রতি ওই থানা এলাকার এক বিবাহিত মহিলা নিখোঁজ হন। নিখোঁজের অভিযোগও দায়ের হয়। বুধবার দুপুরে ময়ূরাক্ষী নদীর চরের একটি ঝোপ থেকে অর্ধনগ্ন ক্ষতবিক্ষত অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হয়। দেহটি ওই নিখোঁজ মহিলার দাবি করে ও পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে মহিলার পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়। পুলিশ এ ঘটনায় এক জনকে আটক করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande