
বিলোনিয়া (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : ভাড়া বাড়ি থেকে দমকল কর্মী বাপ্পা রক্ষিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়। বুধবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে আগরতলা থেকে হাসপাতালে ছুটে আসেন মৃতের স্ত্রী ও দুই কন্যা সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণের চাপে ভুগছিলেন বাপ্পা রক্ষিত। পরিবারের অভিযোগ, ওই আর্থিক চাপই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। স্থানীয়রা জানান, সামাজিকভাবে সক্রিয় এবং দায়িত্ববান কর্মী হিসেবে পরিচিত ছিলেন বাপ্পা। তাঁর মৃত্যুতে সহকর্মীরাও শোকাহত। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ