
কোচবিহার, ১০ ডিসেম্বর (হি.স.) : কোচবিহারের দিনহাটার চওড়াহাট বাজারে আবর্জনার স্তূপে আগুন লাগতেই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। বুধবার সকালে এই ঘটনায় শোরগোল পড়ে যায় ।
জানা গিয়েছে, বাজারের কাপড় পট্টিতে জমে থাকা আবর্জনার স্তূপে ব্যবসায়ীরা আগুন লাগায়। এরপরই হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। ব্যবসায়ী মিন্টু দেবনাথের কথায়, ‘হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে আমরা সকলেই আতঙ্কিত হয়ে পড়ি। বাজারের বেশকিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়।’
খবর পেয়ে দিনহাটার থানার টাউন বাবু আসরাফ আলি সহ অন্যান্য পুলিশকর্মী ঘটনাস্থলে এসে পৌঁছান। আবর্জনায় পড়ে থাকা শব্দবাজির বাক্সের অংশবিশেষ পাওয়া যায়। পুলিশের অনুমান, কোনও ব্যবসায়ী আবর্জনায় পরিত্যক্ত শব্দবাজি ফেলে রেখেছিল। তা ফেটে যাওয়ায় এমন বিকট শব্দ হয়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
হিন্দুস্থান সমাচার / সোনালি