
শিলিগুড়ি, ১০ ডিসেম্বর (হি.স.) : বুধবার শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে একটি পণ্যবাহী ট্রাক থেকে ২৫০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে এবং গাঁজা পাচারের অভিযোগে ট্রাক চালককে গ্রেফতার করেছে। ধৃত চালক ফারিকুল মিঞা, কোচবিহার জেলার বাসিন্দা। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।
এসটিএফ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় একটি সন্দেহজনক বড় পণ্যবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন গাড়ির ভেতরে একটি গোপন জায়গা থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়, এরপর ট্রাক চালককে গ্রেফতার করা হয়।
এসটিএফ জানিয়েছে, ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচারের পরিকল্পনা করা হয়েছিল। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি