ত্রিপুরায় দলবদল, বিজেপি মহিলা মোর্চার নেত্রীর তিপ্রা মথায় যোগদান
আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক মহলে জোরদার দলবদলের হিড়িক দেখা দিচ্ছে। কোথাও বিরোধীদল থেকে শাসক দলে যোগদান, আবার কোথাও শাসকদল ছেড়ে বিরোধী শিবিরে পা—এম
তিপ্রা মথার যোগদান সভা


আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক মহলে জোরদার দলবদলের হিড়িক দেখা দিচ্ছে। কোথাও বিরোধীদল থেকে শাসক দলে যোগদান, আবার কোথাও শাসকদল ছেড়ে বিরোধী শিবিরে পা—এমন চিত্রই এখন রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্পষ্ট।

বুধবার রাজবাড়ীতে তেমনই এক দলবদলের ঘটনা ঘটল। এদিন ৪৯–ছামনু বিধানসভা কেন্দ্রের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মায়াবতী চাকমা-এর নেতৃত্বে পাঁচজন সদস্যা শাসক দল বিজেপি ত্যাগ করে তিপ্রা মথায় যোগদ করেন।

দলত্যাগের কারণ হিসেবে মায়াবতী চাকমা অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে শাসক দলে কাজ করেও কোনও সুযোগ-সুবিধা পাইনি। এলাকার রাস্তাঘাট, পানীয় জলসহ নানান মৌলিক সমস্যার কথা বারবার জানালেও সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আজ প্রদ্যোত কিশোর দেববর্মনের হাত ধরে তিপ্রা মথায় যোগ দিলাম।”

যোগদান পর্বে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, “তিপ্রাসাদের স্বার্থে কথা বলে এমন রাজনৈতিক দল তিপ্রা মথা ছাড়া আর কেউ নয়। জনসমর্থন গ্রামাঞ্চলে আমাদের পক্ষেই রয়েছে। আগামী দিনে আরও ভাল ফল করবে তিপ্রা মথা।”

টিটিএএডিসি নির্বাচনের আগে শাসক ও শরীক দলের মধ্যকার ক্রমবর্ধমান অসন্তোষ নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য না করলেও রাজনৈতিক মহলের ধারণা, অন্দরমহলে ক্ষোভের স্রোত জোরালো হচ্ছে। এই ক্ষোভ ও দলবদল আগামী নির্বাচনে কি প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande