নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডের সমস্যা সমাধানে উদ্যোগ নিল আগরতলা পুর নিগম
আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : আগরতলায় নাগিছড়াস্থিত ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডের একাধিক সমস্যা সমাধানে আগরতলা পুর নিগম দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বুধবার তিনি আধিকারিকদের নিয়ে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ই
আগরতলার মেয়র


আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : আগরতলায় নাগিছড়াস্থিত ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডের একাধিক সমস্যা সমাধানে আগরতলা পুর নিগম দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বুধবার তিনি আধিকারিকদের নিয়ে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শনে যান এবং ইয়ার্ডের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন।

পুর নিগমের উদ্যোগে কিছুদিন আগে শহরতলীর নাগিছড়ায় এই ইয়ার্ড গড়ে তোলা হয়েছে, যেখানে বহিঃরাজ্য থেকে মাছবোঝাই গাড়ি এসে থামে এবং সেখান থেকে ছোট গাড়িতে মাছ শহরের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হয়। এর ফলে শহরের যানজট কমে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকে।

তবে ইয়ার্ডটিতে বর্তমানে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। পরিচালন কমিটির সদস্যরা মেয়রের কাছে অভিযোগ করেন, বহিঃরাজ্য থেকে আসা মাছবোঝাই গাড়ির বর্জ্য—তুষ, থার্মোকলসহ অন্যান্য অবশেষ—জমে থাকে, কিন্তু সেগুলির সঠিক সাফাই ব্যবস্থা করা হচ্ছে না। পাশাপাশি নর্দমার নিয়মিত পরিষ্কার না হওয়ায় মাছবোঝাই গাড়ির জল ভেতরে জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ইয়ার্ডে পর্যাপ্ত আলোর অভাব এবং সিকিউরিটি গার্ডদের জন্য অফিস ঘর না থাকার বিষয়টিও তুলে ধরেন তারা।

পরিস্থিতি পরিদর্শনের পর মেয়র সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মেয়র জানান, ব্যবসায়ীরা সহযোগিতা করলেও তাদের সঙ্গে ট্রানশিপমেন্ট ইয়ার্ডের সমন্বয়ের ঘাটতি রয়েছে, যা দূর করা জরুরি। পাশাপাশি জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি, বৈদ্যুতিক ব্যবস্থার সম্প্রসারণ এবং সিকিউরিটি গার্ডদের থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande