বড়পাথরিতে সড়ক দুর্ঘটনায় রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু
বিলোনিয়া (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : স্ত্রী ও সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড়পাথরি লক্ষ্মীপুর পঞ্চায়েতের গর্জনিয়া এলাকার বাসিন্দা শ্যামল পাটারী। বুধবার সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বি
মৃতদেহ উদ্ধার


বিলোনিয়া (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : স্ত্রী ও সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বড়পাথরি লক্ষ্মীপুর পঞ্চায়েতের গর্জনিয়া এলাকার বাসিন্দা শ্যামল পাটারী।

বুধবার সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানাধীন বড়পাথরি এলাকায় একটি ট্রাক হঠাৎ তাঁর বাইকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্যামল পাটারীকে মৃত বলে ঘোষণা করেন। পেশায় রংমিস্ত্রি শ্যামল পাটারীর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পর ট্রাক চালক পলাতক বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande