শিশু দত্তক গ্রহণে সচেতনতায় জোর, নাগরিকদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী টিংকু রায়ের
আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : শিশু দত্তক গ্রহণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে ত্রিপুরার সমাজকল্যাণ দফতর। দত্তক গ্রহণ সচেতনতা মাস উপলক্ষ্যে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত আধিকারিক ও অভিভাবক সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী টিং
মন্ত্রী টিংকু রায়


আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : শিশু দত্তক গ্রহণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে ত্রিপুরার সমাজকল্যাণ দফতর। দত্তক গ্রহণ সচেতনতা মাস উপলক্ষ্যে বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত আধিকারিক ও অভিভাবক সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় এ বিষয়ে উৎসাহী নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী টিংকু রায় জানান, ডিসেম্বর মাস জুড়ে দেশে দত্তক গ্রহণ সচেতনতা মাস পালন করা হয়। এই উপলক্ষ্যে রাজ্যেও নানা সেমিনার ও কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে দত্তক-সংক্রান্ত নীতি, আইন এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আধিকারিকরা বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রী আরও জানান, বর্তমানে রাজ্যে মোট ৪৪টি হোমে প্রায় এক হাজারের কাছাকাছি শিশু রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “আজ যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি, তখন এতগুলি শিশু কেন হোমে থাকবে?” এই পরিস্থিতি দূর করতে সমাজের সচেতন নাগরিকদের দত্তক গ্রহণে আগ্রহী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দত্তক প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, দেশে দত্তক নেওয়ার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সব আবেদন একটি সিঙ্গেল পোর্টালের মাধ্যমে করতে হয়। পাশাপাশি হোমগুলিতে শিশুদের থাকা-খাওয়া, স্বাস্থ্য ও শিক্ষার জন্য কঠোর নীতি মেনে চলা হয় বলেও মন্ত্রী উল্লেখ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande