হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে শততম টি-টোয়েন্টি উইকেট ছুঁয়েছেন
ধর্মশালা, ১৫ ডিসেম্বর (হি.স.) : রবিবার ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার্দিক পান্ডিয়া তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ম্যাচের সপ্তম ওভারে ট্রিস
হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে শততম টি-টোয়েন্টি উইকেট ছুঁয়েছেন


ধর্মশালা, ১৫ ডিসেম্বর (হি.স.) : রবিবার ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হার্দিক পান্ডিয়া তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ১০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ম্যাচের সপ্তম ওভারে ট্রিস্টান স্টাবসকে আউট করে এই অলরাউন্ডার টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরি তুলে নেন।

আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহর পর হার্দিক হলেন তৃতীয় ভারতীয় বোলার যিনি ১০০টি টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন । কটকে সিরিজের প্রথম ম্যাচে বুমরাহ ১০০টি টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট:

**অর্শদীপ সিং - ৭১ ম্যাচে ১০৮ উইকেট

**জসপ্রীত বুমরাহ - ৮২ ম্যাচে ১০১ উইকেট

**হার্দিক পান্ডিয়া - ১২৩ ম্যাচে ১০০ উইকেট

**যুজবেন্দ্র চাহাল - ৮০ ম্যাচে ৯৬ উইকেট

**ভুবনেশ্বর কুমার - ৮৭ ম্যাচে ৯০ উইকেট

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande