
পুনে, ১৫ ডিসেম্বর (হি. স.) : ফের বাংলার জয়। মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফিতে। হরিয়ানাকে ৬ উইকেটে হারিয়ে জিতল বাংলা। প্রতিভা মান্ডির অর্ধ শতরানের ইনিংস উপহার। সোমবার মহারাষ্ট্রের পুনে'তে এই খেলা হয়েছে। মেয়েদের অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে ট্রফি এলিটের ম্যাচে হরিয়ানাকে ৬ উইকেটে সরাসরি হারাল বাংলা। এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৬১/১০ রান তোলে হরিয়ানা। গৌরিকা যাদব ৪৭ বলে ৩০ রান করে। স্নিগ্ধা বাগ ২টি মেডেন - সহ ৯.৫ ওভারে ২৫ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করে। জাহ্নবী রাজ পাসোয়ান ও রিয়া কুমারী মাহাতো ২টি করে এবং দিয়া নন্দী ১ উইকেট পেয়েছে।
এর জবাবে বাংলার দলগত স্কোর ৩৬.৩ ওভারে ৪/১৬৫ প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার প্রতিভা মাণ্ড ৪৪ বলে - ৫০ রান করে। সঙ্গী ওপেনার অধিনায়িকা ঈপ্সিতা মণ্ডল ৭৫ বলে - ৪২ রান করে। দিয়া নন্দী ও প্রিয়াঙ্কা গোলদার ব্যক্তিগত ২২ রানে অপরাজিত । গৌরিকা যাদব ২টি উইকেট নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত