কেইনের গোলে হারালো এড়াল মিউনিক, করলেন ৫০ তম গোল
মিউনিক, ১৫ ডিসেম্বর (হি.স.): বুন্ডেসলিগায় রবিবার কেইনের গোলে মাইন্সের বিপক্ষে হার এড়িয়ে শীর্ষ স্থান বজায় রাখল বায়ার্ন। আর সেই গোলটিই ছিল চলতি বছরে ইংলিশ ফরোয়ার্ডের পঞ্চাশতম গোল। সমৃদ্ধ ক্লাব কেরিয়ারে এই প্রথম এক পঞ্জিকাবর্ষে পঞ্চাশ গোল করার স্বা
কেইনের গোলে হারালো এড়াল মিউনিক, করলেন ৫০ তম গোল


মিউনিক, ১৫ ডিসেম্বর (হি.স.): বুন্ডেসলিগায় রবিবার কেইনের গোলে মাইন্সের বিপক্ষে হার এড়িয়ে শীর্ষ স্থান বজায় রাখল বায়ার্ন। আর সেই গোলটিই ছিল চলতি বছরে ইংলিশ ফরোয়ার্ডের পঞ্চাশতম গোল।

সমৃদ্ধ ক্লাব কেরিয়ারে এই প্রথম এক পঞ্জিকাবর্ষে পঞ্চাশ গোল করার স্বাদ পেলেন কেইন।বায়ার্নের হয়ে সবশেষ এই কীর্তি গড়েছিলেন রবের্ত লেভানদোভস্কি ২০২১ সালে। তিনি ৫৮টি গোল করেছিলেন।

কেইনের মাইলফলকের ম্যাচটিতে ফেভারিট হিসেবে খেলতে নেমেও হারতে বসেছিল বায়ার্ন। ঘরের মাঠে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে তারা তলানির দল মাইন্সের সঙ্গে।

ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় বায়ার্নই। প্রথমার্ধের যোগ করা সময়ে ও পরে ৬৭ মিনিটে গোল করে লিগের শীর্ষ দলকে চমকে দেয় মাইন্স। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে কেইনের পেনাল্টি গোলে লিগে প্রথম হারের শঙ্কা দূর করে বর্তমান চ্যাম্পিয়নরা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande