দুল্লভছড়ায় সম্পন্ন ক্লাস্টার-ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীভূমি (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে শ্রীভূমির মেরা যুবা ভারত কেন্দ্রের উদ্যোগে এবং সিংলাছড়ার ইন্দ্র ক্লাবের ব্যবস্থাপনায় গতকাল রবি এবং আজ সোমবার (১৪ এবং ১৫ ডিসেম্বর) দুদিন ব্যাপী ক্লাস্টার-ভিত্তিক ক্
দুল্লভছড়ায় সম্পন্ন ক্লাস্টার-ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা


শ্রীভূমি (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে শ্রীভূমির মেরা যুবা ভারত কেন্দ্রের উদ্যোগে এবং সিংলাছড়ার ইন্দ্র ক্লাবের ব্যবস্থাপনায় গতকাল রবি এবং আজ সোমবার (১৪ এবং ১৫ ডিসেম্বর) দুদিন ব্যাপী ক্লাস্টার-ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা দুল্লভছড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার মধ্যে ছিল অ্যাথলেটিক্স, ভলিবল, ফুটবল এবং কাবাডি। ভলিবলে বিদ্যানগর স্পোর্টস অ্যাসোসিয়েশন ২৫-২০, ২৫-২২ এবং ২৫-১৮ পয়েন্টে জয়লাভ করে। পাশাপাশি, ফুটবলে মাগুরছড়া ট্রাইবাল ক্লাব ২-০ গোলে বর্মণবস্তি জনপ্রিয় ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

মেয়েদের কাবাডিতে মহিলা মজলিস ২৪-২০ পয়েন্টের ব্যবধানে সব্যসাচী ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ছেলে ও মেয়েদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে উপস্থিত ছিলেন ধুপনপুর ট্রাইবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ গোস্বামী, দুল্লভছড়ার চরগোলা ভ্যালি পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন ফুটবলার সুভাষচন্দ্র সিনহা, আসাম কাবাডি সংস্থার রেফারি রঞ্জিত সিনহা, শ্রীরামপুর এমই স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক ব্রজকুমার চ্যাটার্জি, দুল্লভছড়া স্পোর্টস কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande