
সিডনি, ১৫ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে রবিবার ইহুদিদের একটি উৎসবে হামলার পর এখনও পর্যন্ত ১৬ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্ত্রাসীদের গুলিতে অস্ট্রেলিয়ার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশের ক্রিকেট বোর্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সকল সদস্য বন্ডাই বিচে রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য শোকাহত। আমাদের সমস্ত সহানুভূতি হামলায় নিহতদের পরিবার, বন্ধু, ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে আছে। ভুক্তভোগী সকলের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা আপনাদের সঙ্গে আছি।’
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি