
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : বাংলার তারকা ক্রিকেটার ও অলরাউন্ডার শাহবাজ আহমেদ এই মুহূর্তে ভারতীয় দলে ঢুকলেন। অক্ষর প্যাটেল এর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টি- টোয়েন্টি দুটি শেষ ও ফাইনাল খেলার জন্যে সুযোগ পেয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে সোমবার এই খবর জানানো হয়েছে। সরকারি ভাবে এই তথ্য দিয়েছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি-র পক্ষ থেকে এদিন রাতে সেই ঘোষণা করা হয়েছে। ভারতীয় দল - সূর্য কুমার যাদব, শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ড্য, শিবম দুবে, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও হর্ষিত রানা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত