থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হলো ‘পলাতক’ মালিক ‘লুথরা ব্রাদার্স’-দের
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): গোয়ার আগুন লেগে যাওয়া নাইটক্লাবের মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে মঙ্গলবার থাইল্যান্ড থেকে নিয়ে আসা হল দিল্লিতে। গোয়ার রোমিও লেন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্য়ু হয় ২৫ জনের। সেই সময়ে পুলিশি তদন্তে মালিকপক্ষের একাধিক
থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হলো ‘পলাতক’ মালিক ‘লুথরা ব্রাদার্স’-দের


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): গোয়ার আগুন লেগে যাওয়া নাইটক্লাবের মালিক গৌরব এবং সৌরভ লুথরাকে মঙ্গলবার থাইল্যান্ড থেকে নিয়ে আসা হল দিল্লিতে। গোয়ার রোমিও লেন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্য়ু হয় ২৫ জনের। সেই সময়ে পুলিশি তদন্তে মালিকপক্ষের একাধিক গাফিলতি প্রকাশ্যে আসে। বেআইনি নির্মাণ, সংকীর্ণ প্রবেশপথ থেকে শুরু করে ওই ক্লাবের মালিক পক্ষের বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ।

ক্লাবের বিভিন্ন কর্মসূচির জন্য উপযুক্ত অনুমতি ছিল না, ওঠে এই অভিযোগও। এই সমস্ত অভিযোগ এবং পুলিশি তদন্ত চলাকালীনই থাইল্যান্ডে পালিয়ে যান গৌরব এবং সৌরভ। এর পরে তাঁদের ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ করা হয় গোয়া প্রশাসনের পক্ষ থেকে। অবশেষে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হলো। এ দিন দিল্লি বিমানবন্দরেই তাঁদের গ্রেফতার করে গোয়া পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande