মহাত্মা গান্ধীর ধারণা, দরিদ্রদের অধিকারের প্রতি মোদীজির ঘৃণা আছে : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে ভিবি-জি রাম জি বিল। এই বিলের মাধ্যমে একশো দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম-জি করার প্রস্তাব দিয়েছে কে
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে ভিবি-জি রাম জি বিল। এই বিলের মাধ্যমে একশো দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম-জি করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। লোকসভায় এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিলের তীব্র সমালোচনা করে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। এক্স মাধ্যমে রাহুল লেখেন, মোদীজির দুটি জিনিসের প্রতি অপছন্দ - মহাত্মা গান্ধীর ধারণা এবং দরিদ্রদের অধিকার। মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজের দৃষ্টিভঙ্গির জীবন্ত প্রতিমূর্তি হল মনরেগা। এটি লক্ষ লক্ষ গ্রামীণ ভারতীয়ের জন্য একটি জীবনরেখা হয়ে দাঁড়িয়েছে এবং কোভিড মহামারীর সময় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুরক্ষা জাল হিসেবে প্রমাণিত হয়েছে। তবুও, এই প্রকল্পটি সর্বদা প্রধানমন্ত্রী মোদীকে অস্থির করে তুলেছে। গত দশ বছর ধরে, তার সরকার পদ্ধতিগতভাবে এটিকে দুর্বল করার চেষ্টা করেছে। এখন তিনি মনরেগাকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। রাহুল স্পষ্ট করে জানিয়েছেন, সড়ক থেকে সংসদ সর্বত্র এই বিলের বিরোধিতা করবেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande