
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্বে ইথিওপিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জর্ডানের আম্মান থেকে ইথিওপিয়ার আদ্দিস আবাবার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এদিনই আদ্দিস আবাবার পৌঁছন প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইথিওপিয়ায় গিয়েছেন। ইথিওপিয়ার ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকে এটি প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর। ত্রিদেশীয় সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী ওমানে যাবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ওমান সফর।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি এদিন আদ্দিস আবাবা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। তিনিই প্রধানমন্ত্রী মোদীকে গাড়ি চালিয়ে হোটেলে নিয়ে যান। পথে, তিনি প্রধানমন্ত্রী মোদীকে বিজ্ঞান জাদুঘর এবং ফ্রেন্ডশিপ পার্কে নিয়ে যাওয়ার একটি বিশেষ উদ্যোগ নেন, যা ভ্রমণপথে ছিল না। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা প্রধানমন্ত্রীর প্রতি অসাধারণ শ্রদ্ধা প্রদর্শন করে। হোটেলে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাংস্কৃতিক উপস্থাপনা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ