কর্নাটকে লোকায়ুক্তের বড় অভিযান, আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আধিকারিকদের বাড়ি-দফতরে হানা
বেঙ্গালুরু, ১৬ ডিসেম্বর (হি.স.) : কর্নাটকের বিভিন্ন জেলায় আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় একযোগে বড়সড় অভিযান চালাল লোকায়ুক্ত। দুর্নীতির অভিযোগে একাধিক সিনিয়র সরকারি আধিকারিকের বাড়ি, দফতর ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, সম্প
কর্নাটকে লোকায়ুক্তের বড় অভিযান, আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আধিকারিকদের বাড়ি-দফতরে হানা


বেঙ্গালুরু, ১৬ ডিসেম্বর (হি.স.) : কর্নাটকের বিভিন্ন জেলায় আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় একযোগে বড়সড় অভিযান চালাল লোকায়ুক্ত। দুর্নীতির অভিযোগে একাধিক সিনিয়র সরকারি আধিকারিকের বাড়ি, দফতর ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, সম্পত্তি সংক্রান্ত রেকর্ড ও নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

লোকায়ুক্তের দল ধারওয়াড়, শিবমোগ্গা, মাণ্ড্যা, চিক্কমাগালুরুঠঠ বেঙ্গালুরু-সহ একাধিক জেলায় একযোগে অভিযান চালায়। ধারওয়াড়ে বেলাগাভি কৃষি দফতরের যুগ্ম অধিকর্তা রাজশেখরের তিনটি স্থানে—সিলভার অরচার্ড লেআউটের বাসভবন, রানী চেন্নাম্মা নগরের ব্যক্তিগত অফিস এবং ইয়ারিকোপ্পা গ্রামের ফার্মহাউসে তল্লাশি হয়।

শিবমোগ্গা গ্রামীণ জল সরবরাহ ও স্যানিটেশন দফতরের কার্যনির্বাহী প্রকৌশলী রূপলা নায়কের শিবমোগ্গা, চিক্কমাগালুরু ও বেঙ্গালুরুতে থাকা একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। তল্লাশিতে অতিরিক্ত সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে জানা গেছে।

এছাড়া মাণ্ড্যা পূর্ত দফতরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার বাইরেশের মাণ্ড্যার বাড়ি, মাদ্দুরে শ্বশুরবাড়ি ও দফতরেও তল্লাশি চালানো হয়। জনসাধারণের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান বলে জানানো হয়েছে।

লোকায়ুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া নথি ও মঙ্গলবার প্রমাণ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande