লোকসভায় ‘সবকা বিমা সবকি সুরক্ষা (বিমা আইন সংশোধন) বিল, ২০২৫’ পেশ
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার লোকসভায় বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদনের বিধান রেখে ‘সবকা বিমা সবকি সুরক্ষা (বিমা আইন সংশোধন) বিল, ২০২৫’ পেশ করেন। বিলটি পেশের স
লোকসভায় ‘সবকা বিমা সবকি সুরক্ষা (বিমা আইন সংশোধন) বিল, ২০২৫’ পেশ


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার লোকসভায় বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদনের বিধান রেখে ‘সবকা বিমা সবকি সুরক্ষা (বিমা আইন সংশোধন) বিল, ২০২৫’ পেশ করেন। বিলটি পেশের সময় কয়েকজন সাংসদ বিলের নাম, উদ্দেশ্য ও ভাষা নিয়ে আপত্তি তোলেন। এই বিলের মাধ্যমে ইনসিওরেন্স অ্যাক্ট, ১৯৩৮, লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অ্যাক্ট, ১৯৫৬ এবং ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট, ১৯৯৯—এই তিনটি আইনে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে।

বিল পেশের বিরোধিতা করে আরএসপি সাংসদ এন.কে. প্রেমচন্দ্রন বলেন, বিলের নামের সঙ্গে এর মূল উদ্দেশ্যের কোনও সঙ্গতি নেই। তাঁর দাবি, বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই জাতীয় স্বার্থকে প্রভাবিত করতে পারে। তিনি আরও বলেন, এই বিলে এলআইসি ও অন্যান্য বিমা এজেন্টদের কমিশন নির্ধারণের ক্ষমতা নিয়ন্ত্রক সংস্থার হাতে দেওয়া হয়েছে, অথচ এজেন্টরাই বিমা ক্ষেত্রের মূল ভরকেন্দ্র।

বিরোধিতার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আপত্তিগুলি আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংক্রান্ত নয়। বিল নিয়ে বিস্তারিত আলোচনা চলাকালীন তিনি সমস্ত বিষয়ে জবাব দেবেন। তিনি প্রধানমন্ত্রী জনধন যোজনা, জীবন জ্যোতি বিমা ও অটল পেনশন যোজনার উল্লেখ করে বলেন, সরকার সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করছে।

বিলের নাম হিন্দিতে রাখার বিরোধিতায় সংবিধানের ৩৪৮ অনুচ্ছেদের উল্লেখ করা হলে লোকসভার অধ্যক্ষ স্পষ্ট করেন যে, বিলের নাম নির্ধারণ করা সংশ্লিষ্ট মন্ত্রকের অধিকারভুক্ত বিষয়। ডিএমকে সাংসদ ড. টি. সুমতি ও টি.এম. সেলভাগণপতিও বিলের বিরোধিতা করেন। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, এই বিল সংসদের ‘হিন্দিকরণ’-এর উদাহরণ এবং ‘সবকা বিমা সবকি সুরক্ষা’ একটি সরকারি স্লোগানের মতো। তাঁর অভিযোগ, বিমা ক্ষেত্রের এই পরিবর্তনের ফলে কর্পোরেট সংস্থাগুলিই বেশি লাভবান হবে। এছাড়াও সাংসদ চন্দ্রশেখর আজাদ বিল পেশের বিরোধিতা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande