
ভোপাল, ১৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের বিশ্বখ্যাত পর্যটন নগরী খাজুরাহোতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ছত্রপুর জেলার শিল্পগ্রাম প্রাঙ্গণে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এটি উৎসবের ১১তম সংস্করণ।
উৎসবটি প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানিকে উৎসর্গ করা হয়েছে। আয়োজক ও অভিনেতা রাজা বুন্দেলা জানান, এবছর ২০টি দেশের সাংস্কৃতিক প্রতিনিধি, দেশ-বিদেশের অভিনেতা-অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেবেন। গভর্নিং কাউন্সিলে থাকবেন মনমোহন শেট্টি, রমেশ সিপ্পি, বনি কাপুর, গোবিন্দ নিহালানি, প্রহ্লাদ কক্কড়, নিতিন নন্দা ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।
উৎসব চলাকালীন খাজুরাহো অঞ্চলের সাতটি টেম্পোরারি প্রেক্ষাগৃহে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় জাতীয় ও আন্তর্জাতিক শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, চলচ্চিত্র ও নাট্যকলা বিষয়ক ওয়ার্কশপ, মাস্টার ক্লাস এবং আলোচনা সভার আয়োজন থাকছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য