আদালতের রায়ে স্বস্তিতে কংগ্রেস, ইডির ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় দিল্লির একটি আদালত ইডির অভিযোগের উপর আমলে নিতে অস্বীকার করায় কংগ্রেস একে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বড় ধাক্কা বলে অভিহিত করেছে। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক কে
আদালতের রায়ে স্বস্তিতে কংগ্রেস, ইডির ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় দিল্লির একটি আদালত ইডির অভিযোগের উপর আমলে নিতে অস্বীকার করায় কংগ্রেস একে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে বড় ধাক্কা বলে অভিহিত করেছে। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল বলেন, আদালতের এই রায় প্রমাণ করেছে যে কোনও আইনি ভিত্তি ছাড়াই কংগ্রেস নেতৃত্বকে হেয় করার চেষ্টা করা হয়েছিল।

সমাজ মাধ্যমে ভেণুগোপাল বলেন, ইডি বারবার ন্যাশনাল হেরাল্ড মামলাকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু আদালতের রায় স্পষ্ট করে দিয়েছে, গোটা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, এই রায় প্রতিহিংসামূলক তদন্তকারী সংস্থাগুলির জন্যও স্পষ্ট বার্তা।

কংগ্রেসের তরফে আরও জানানো হয়, এই মামলায় না রয়েছে মানি লন্ডারিংয়ের প্রমাণ, না কোনও অপরাধমূলক আয়ের উৎস, না সম্পত্তির বেআইনি হস্তান্তর। দলের দাবি, গত এক দশক ধরে প্রধান বিরোধী দলকে নিশানা করে চালানো রাজনৈতিক প্রতিহিংসা আজ প্রকাশ্যে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande