
নিউইয়র্ক, ১৬ ডিসেম্বর (হি.স.): পাকিস্তানে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, ফের রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের তীব্র নিন্দা করলো ভারত। মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ আলোচনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে ভারতের প্রতিনিধি হরিশ পর্বতানেনি। তিনি বলেছেন, ‘জনগণের ইচ্ছাকে সম্মান জানানোর অভিনব উপায় অবলম্বন করেছে পাকিস্তান। যেমন, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড। তাঁর দলকে নিষিদ্ধ করা, যাতে ভোটে লড়তে না পারে।
সিন্ধু জল চুক্তি নিয়েও ভারতের স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, ‘৬৫ বছর আগে ভারত সিন্ধু জল চুক্তিতে স্বাক্ষর করে। সবটাই ভালোর জন্য। বিগত ৬৫ বছর ধরে, পাকিস্তান সেই চুক্তির মর্যাদা লঙ্ঘন করেছে বারবার। তারা তিনটি যুদ্ধ, কয়েক হাজার জঙ্গি হামলা চালিয়েছে ভারতে। ঠিক এই কারণেই ভারত সিন্ধু চুক্তি রদ করেছে। সীমান্তে সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া থেকে পাকিস্তান সরলে তবেই ভারত সিন্ধু চুক্তি নিয়ে পরবর্তী চিন্তাভাবনা করবে।’
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ