
মাণ্ডিয়া, ১৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার কর্ণাটকের মাণ্ডিয়া জেলার মালাভল্লিতে অনুষ্ঠিত হতে চলা আদি জগৎগুরু শ্রী শিবরথরীশ্বর শিবযোগী মহাস্বামীজির ১০৬৬-তম জয়ন্তী উদযাপনে অংশ নেবেন।
রাষ্ট্রপতি দুপুরে মালাভল্লি শহরের শান্তি কলেজের সামনে আয়োজিত ফোরাম কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সুত্তুর মঠের শিবরাত্রি দেশীকেন্দ্র স্বামীজির নেতৃত্বে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। সাত দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি হবে আগামী ২২ ডিসেম্বর।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে মালাভল্লি শহর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৩০ একর বিস্তীর্ণ এলাকাজুড়ে মহোৎসবের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, মন্ত্রী চালুভারায়স্বামী এবং বিধায়ক নরেন্দ্র স্বামী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য