
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : সোনিয়া গান্ধী মঙ্গলবার লোকসভায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিকে কেন্দ্র সরকারের অংশীদারিত্ব দ্বিগুণ করার এবং আইসিডিএস-এ প্রায় তিন লক্ষ শূন্যপদ দ্রুত পূরণের দাবি জানান।
শূন্যকালে তিনি বলেন, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক এবং জাতীয় গ্রামীণ আজীবিকা মিশনের কমিউনিটি রিসোর্স পার্সনরা জনগণকে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করেন। তবুও তাদের কাজের পরিমাণ বেশি এবং পারিশ্রমিক খুব কম। দেশে আশা কর্মীরা টিকাদান, জনসচেতনতা, মাতৃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কিন্তু তাদের স্বেচ্ছাসেবক হিসেবে সীমিত পারিশ্রমিক ও সামাজিক নিরাপত্তাই প্রদান করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক পারিশ্রমিক কেন্দ্র থেকে যথাক্রমে ৪,৫০০ ও ২,২৫০ টাকা।
তিনি আরও বলেন, কম পারিশ্রমিকের পাশাপাশি আইসিডিএস-এ প্রায় তিন লক্ষ শূন্যপদ রয়েছে, যার কারণে লক্ষাধিক শিশু ও মা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ২০১১ সালের পর জনসংখ্যা ভিত্তিক পদ সংখ্যা হালনাগাদ না হওয়ায় আসল প্রয়োজনের তুলনায় পদ কম।
সোনিয়া গান্ধী সরকারকে আহ্বান জানান, রাজ্যগুলোর সঙ্গে মিলিত হয়ে সব শূন্যপদ পূরণ, সময়মতো পারিশ্রমিক প্রদান, কেন্দ্রের অংশীদারিত্ব দ্বিগুণ করা, ২,৫০০ এর বেশি জনসংখ্যার গ্রামে অতিরিক্ত আশা কর্মী নিয়োগ এবং প্রাথমিক শিশু শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা দ্বিগুণ করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য