নির্বাচনী সংস্কার নিয়ে রাজ্যসভায় আলোচনার সমাপ্তি
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): নির্বাচনী সংস্কার নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় আলোচনার সমাপ্তি হয়েছে। এনসিপি-র প্রফুল্ল প্যাটেল এদিন বলেন, ইভিএম আগেও নির্বাচনে ব্যবহার করা হয়েছে, এবং এর সঙ্গে কারচুপি করা যেতে পারে এমন কোনও প্রমাণ নেই। তিনি বলেন, নির্বা
নির্বাচনী সংস্কার নিয়ে রাজ্যসভায় আলোচনার সমাপ্তি


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): নির্বাচনী সংস্কার নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় আলোচনার সমাপ্তি হয়েছে। এনসিপি-র প্রফুল্ল প্যাটেল এদিন বলেন, ইভিএম আগেও নির্বাচনে ব্যবহার করা হয়েছে, এবং এর সঙ্গে কারচুপি করা যেতে পারে এমন কোনও প্রমাণ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন ইভিএম কীভাবে কারচুপি করা যেতে পারে তা প্রমাণ করার জন্য একটি খোলা চ্যালেঞ্জ জানিয়েছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। প্রফুল্ল প্যাটেল বলেন, ভোটের অধিকার জনগণ, দেশ এবং গণতন্ত্রের শক্তি।

তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়ান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্যে তিনটি ডি'র উল্লেখ করেছেন: ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। তিনি অভিযোগ করেন, এসআইআর-এর উদ্দেশ্য হল বিভক্ত করা, বিভ্রান্ত করা এবং পরাজিত করা। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, এসআইআর হল একটি বিশেষ নিবিড় সংশোধন যা নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার মধ্যে পড়ে। তিনি বলেন, নির্বাচনী তালিকা পর্যায়ক্রমে শুদ্ধিকরণ এবং সংশোধন করা কমিশনের কর্তব্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande