

কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বন্দে মাতরমের ১৫০ তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যজুড়ে বন্দে মাতরম গৌরব স্তোত্র কর্মসূচি শুরু করেছে পশ্চিমবঙ্গের
সংস্কার ভারতী। এই উপলক্ষে সোমবার উত্তর ২৪ পরগনা জেলায় একটি ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা জনগণের মধ্যে দেশপ্রেমের নতুন চেতনা জাগিয়ে তুলেছে। সোমবার বিকাল ৩টে নাগাদ, গোবরডাঙ্গায় ঐতিহাসিক জমিদার বাড়ির উঠোনে সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলা ইউনিট ১০০ কণ্ঠে বন্দে মাতরমের সম্মিলিত পরিবেশনা পরিবেশন করে। মোট ১৫০ জন শিল্পী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অখণ্ড বন্দে মাতরম গানের একটি প্রাণবন্ত এবং মর্যাদাপূর্ণ পরিবেশনা পরিবেশন করেন।
জেলার ১৭টি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলেই সমস্বরে বন্দে মাতরমের মাধ্যমে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বন্দে মাতরম গানের রচনার ১৫০ তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ স্পষ্ট করে জানিয়েছে, এই উদ্যোগ কেবল একটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে, রাজ্যের প্রতিটি জেলায় ১০০টি কণ্ঠে বন্দে মাতরম গৌরব স্তোত্র অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্ম দেশপ্রেম এবং সাংস্কৃতিক চেতনার সাথে সংযুক্ত হতে পারে।
গোবরডাঙ্গায় এই অনুষ্ঠান রাজ্যব্যাপী প্রচারের একটি শক্তিশালী সূচনা, যা একটি সাংস্কৃতিক মঞ্চের মাধ্যমে দেশপ্রেমের চেতনাকে মুখরিত করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি