
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)। মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। এই খবর সামনে আসার কয়েক মিনিটের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলেন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল লিখেছেন, ‘ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা। নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর, সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী।’
ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করা একটি সই-বিহীন চিঠি এক্সবার্তায় ছড়িয়ে দেন কুণাল। তাতেই লেখেন, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা।
সংবাদমাধ্যমকে ফোনে কুণাল ঘোষ বলেন, “এটা একটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক ঘটনা। মুখ্যমন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। ১৯০০ সালে ১৬ আগস্ট ইডেনে ১৬ জনের মৃত্যুর পর সিপিএম করেনি। ১৯৯৬ সালে ইডেনে ভারত শ্রীলঙ্কা ম্যাচের তাণ্ডবের পরও সিপিএমের কেউ করেননি।
মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে দুটি তদন্তের নির্দেশ দিয়েছেন। একটা পুলিশি তদন্ত, অন্যটা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটির তদন্ত। শোকজ করা হয়েছে ডিজিকে। এই তদন্ত যাতে নিরপেক্ষভাবে চলতে পারে, সেকারণে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়েছেন অরূপ বিশ্বাস। যুবভারতীর ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতেই পারে। তবে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের গাফিলতির কারণেই রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত