মন্দিরবাজারে বাদাম ভেবে বিষফল খেয়ে অসুস্থ ১১জন শিশু
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : বিষ ফল বাদাম ভেবে খেয়ে নিতেই যত বিপত্তি। এ পর্যন্ত অসুস্থ হয়ে ১১ জন শিশু চিকিৎসাধীন। ভর্তি রয়েছে মন্দিরবাজার হাসপাতালে। মঙ্গলবার ওই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ডহারবার মেডি
মন্দিরবাজারে বাদাম ভেবে বিষফল খেয়ে অসুস্থ ১১জন শিশু


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : বিষ ফল বাদাম ভেবে খেয়ে নিতেই যত বিপত্তি। এ পর্যন্ত অসুস্থ হয়ে ১১ জন শিশু চিকিৎসাধীন। ভর্তি রয়েছে মন্দিরবাজার হাসপাতালে।

মঙ্গলবার ওই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসা চলছে তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান যে, অসুস্থ শিশুরা সকলেই মন্দিরবাজারের বলদেবপুর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে সবাই মিলে একসঙ্গে খেলাধুলো করছিল। সেই সময় রাস্তার পাশের গাছে বাদাম জাতীয় ফল দেখতে পায় তাঁরা। খুদেরা স্বাভাবিকভাবেই বুঝতে পারেনি যে ওই ফলেই লুকিয়ে আছে বিপদ।বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেয় শিশুরা। কিছুক্ষণ পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে সকলে।

বমি, পেটব্যথা, শ্বাসকষ্ট - সহ নানারকম সমস্যা শুরু হয় তাদের। সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সদস্যরা তাদের নিয়ে যায় মথুরাপুরে গ্রামীণ হাসপাতালে।

এদিকে, প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি বেগতিক বুঝে শিশুদের স্থানান্তরিত করতে হয়েছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। বর্তমানে অসুস্থরা সকলেই ভর্তি।

হাসপাতাল সূত্রে খবর, হঠাৎ বিষ ফল খেয়ে নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে সকলে। শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় পরিবার। তবে সকলেই বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আর ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande