
শ্রীভূমি (অসম), ১৬ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলায় শিশু সুরক্ষা জোরদার করার লক্ষ্যে আজ মঙ্গলবার ‘সুরক্ষিত শৈশব সোনালি অসম’ শীর্ষক ৯০ দিনের বিশেষ সচেতনতা অভিযান আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে।
জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই অভিযানের উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু সুরক্ষা ইউনিট, শ্রীভূমির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অভিযানের মাধ্যমে শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
শ্রীভূমির অতিরিক্ত জেলাশাসক নিলোৎপল পাঠকের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যক্রমে প্রতিটি শিশুর নিরাপত্তা গড়ে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও সোনালি অসম গড়ে তুলতে গুরুত্ব আরোপ করা হয়। আজ থেকে ৯০ দিন জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কার্যক্রম, প্রচার অভিযান ও অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অমৃতরাজ চৌধুরী, জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব নিকুঞ্জ বড়ো, ডিআইপিআরও ইফতিখার জামান, এনএইচএম-এর ডিপিএম হানিফ মোহম্মদ কৌশর আলম, শিশু সুরক্ষা আধিকারিক দেবযানী দাস, চাইল্ড হেল্প লাইনের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইয়াসমিন সুলতানা চৌধুরী, সমাজ কল্যাণ ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিরা অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস