
খোয়াই (ত্রিপুরা), ১৬ ডিসেম্বর (হি.স.) : মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের পরিধি বৃদ্ধি, চিন্তাধারা ও আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ নেতৃত্বের বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। মঙ্গলবার খোয়াইয়ের দশরথ দেব মেমোরিয়্যাল কলেজের উদ্যোগে নতুন টাউনহলে আয়োজিত নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন।
উচ্চশিক্ষামন্ত্রী বলেন, ডিগ্রি অর্জনের পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে অংশীদার হওয়াও শিক্ষার অন্যতম লক্ষ্য। এক ভারত শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে ছাত্র ও যুব সমাজই মূল শক্তি। কলেজ কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সামাজিক জাগরণের কেন্দ্র এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম মঞ্চ।
তিনি জানান, ২০১৮ সালের আগে রাজ্যে ২২টি ডিগ্রি কলেজ ছিল, বর্তমানে তা বেড়ে ২৮টি হয়েছে। আমবাসা ও করবুকে নতুন ডিগ্রি কলেজ নির্মাণাধীন। রাজ্যে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১১টি বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্তরের প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হয়েছে এবং দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও চালু রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দেবী সরস্বতী ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডঃ খোকন মজুমদার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ