
আগরতলা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানী আগরতলায় লিচু বাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ, উচ্চপদস্থ সেনা আধিকারিক ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা।
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ১৬ ডিসেম্বর শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি সাহস ও আত্মত্যাগের প্রতীক। তিনি মুক্তিযুদ্ধে ত্রিপুরার মানুষের অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করেন এবং ল্যান্স নায়ক এলবার্ট এক্কার সর্বোচ্চ আত্মবলিদানের কথা স্মরণ করেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, বিজয় দিবস দেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয় আজও আমাদের অনুপ্রেরণা দেয়। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয় ও সহায়তায় ত্রিপুরার ভূমিকা ছিল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার ধীরাজ সিং। শুরুতে ৭৩ মাউন্টিং ব্রিগেডের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া এনসিসি ক্যাডেট ও রিয়াং শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ