মুরাদাবাদের আখচাষিদের স্বস্তি, চারটি চিনিকল দিল ১৬০.০৬ কোটি টাকা বকেয়া
মুরাদাবাদ, ১৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় চারটি চিনিকল মঙ্গলবার আখচাষিদের বকেয়া বাবদ মোট ১৬০.০৬ কোটি টাকা পরিশোধ করেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় আন্দোলনে নামেন কৃষকরা। প্রশাসনের কড়া নির্দেশের পর ডিসেম্বরের শুরু থেকেই পরিশোধ প্
মুরাদাবাদের আখচাষিদের স্বস্তি, চারটি চিনিকল দিল ১৬০.০৬ কোটি টাকা বকেয়া


মুরাদাবাদ, ১৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় চারটি চিনিকল মঙ্গলবার আখচাষিদের বকেয়া বাবদ মোট ১৬০.০৬ কোটি টাকা পরিশোধ করেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় আন্দোলনে নামেন কৃষকরা। প্রশাসনের কড়া নির্দেশের পর ডিসেম্বরের শুরু থেকেই পরিশোধ প্রক্রিয়া শুরু হয়।

জেলা আখ আধিকারিক রাম কিষাণ বলেন, বিলারি চিনিকল ১০ ডিসেম্বর পর্যন্ত, রানা সুগার মিল ৩০ নভেম্বর পর্যন্ত, আগবানপুর চিনিকল ৩ ডিসেম্বর পর্যন্ত এবং রানি নাঙ্গল চিনিকল ২৪ নভেম্বর পর্যন্ত আখের মূল্য পরিশোধ করেছে। চারটি মিল মিলিয়ে পরিশোধের হার ১১৬ শতাংশে পৌঁছেছে। কিষাণের এই অর্থ প্রদানে আখচাষিদের মধ্যে স্বস্তি ফিরেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande