
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি.স.) : যুবভারতী স্টেডিয়ামে মেসি-কাণ্ডে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনারকে শোক কজ করা হল।
এ ব্যাপারে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের দফতরের লিখিত নির্দেশের কথা জানানো হয়েছে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাইল রাজ্য সরকার। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারেরও দ্রুত জবাব তলব করা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে। কেন, ঘটনার দিন যুবভারতী ক্রীড়াঙ্গণে ওরকম ঘটনা হল, তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে তাঁর কাছে।
এছাড়াও, যুবভারতীর দায়িত্ব থেকে সরিয়ে অবিলম্বে দেওয়ার নির্দেশ হল অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত