সংসদে পিএম-কিষাণ প্রকল্পের সুফল তুলে ধরলেন শিবরাজ চৌহান
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): পিএম-কিষাণ প্রকল্পে ৪.০৯ লক্ষ কোটি টাকারও বেশি বিতরণ করেছে সরকার। মঙ্গলবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
শিবরাজ চৌহান


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): পিএম-কিষাণ প্রকল্পে ৪.০৯ লক্ষ কোটি টাকারও বেশি বিতরণ করেছে সরকার। মঙ্গলবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, যেহেতু এটি একটি অধিকার-ভিত্তিক প্রকল্প, তাই প্রতিটি যোগ্য কৃষকের পরিবার উপকৃত হবে। তিনি আরও বলেন, কৃষকদের তালিকাভুক্তির জন্য রাজ্যভিত্তিক কোনও লক্ষ্যমাত্রা নেই এবং পিএম-কিষাণ-এর অধীনে রাজ্যভিত্তিক কোনও বাজেট বরাদ্দও নেই।

মন্ত্রী শিবরাজ আরও বলেন, এই প্রকল্পের অধীনে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যোগ্য সুবিধাভোগীদের শনাক্তকরণ এবং যাচাইকরণ এবং যোগ্য কৃষকদের ত্রুটিমুক্ত তথ্য আপলোড করার দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জমির রেকর্ড, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কিং এবং সুবিধাগুলি সফলভাবে স্থানান্তরের জন্য ই-কেওয়াইসি। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে ১,৩২,৬০,৫৪৩ জন কৃষক নিবন্ধিত হয়েছেন এবং এর মধ্যে ১,১৬,৮৯,১৮০ জন কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande