দিল্লিতে দূষণের জন্য ক্ষমা চাইলেন সিরসা, দুষলেন এএপি-কে
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে বায়ুদূষণের জন্য ক্ষমা চাইলেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, কোনও নির্বাচিত সরকারের পক্ষে ৯-১০ মাসের মধ্যে বাতাসের গুণগতমান কম
দিল্লিতে দূষণের জন্য ক্ষমা চাইলেন সিরসা, দুষলেন এএপি-কে


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে বায়ুদূষণের জন্য ক্ষমা চাইলেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেন, কোনও নির্বাচিত সরকারের পক্ষে ৯-১০ মাসের মধ্যে বাতাসের গুণগতমান কমানো অসম্ভব। দিল্লির দূষণের জন্য আমি ক্ষমা চাইছি।

একইসঙ্গে আম আদমি পার্টিকে আক্রমণ করে তিনি বলেন, আমরা অসৎ এএপি সরকারের চেয়ে ভালো কাজ করছি এবং আমরা প্রতিদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কমিয়েছি। দূষণের এই রোগটি আম আদমি পার্টি আমাদের দিয়েছে এবং আমরা এটি ঠিক করার জন্য কাজ করছি। উল্লেখ্য, মঙ্গলবার সকালেও মাত্রাতিরিক্ত দূষণ ছিল রাজধানী দিল্লিতে। বিভিন্ন জায়গায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০০-র ওপরে। দূষণ ও দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে এদিন প্রভাবিত হয় উড়ান পরিষেবা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande