লোকসভায় পেশ ভিবি-জি রাম জি বিল, বিরোধিতা বিরোধীদের
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার লোকসভায় পেশ করা হলো ভিবি-জি রাম জি বিল। এই বিলের মাধ্যমে একশো দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম-জি করার প্রস্তাব দিয়েছে
লোকসভায় পেশ ভিবি-জি রাম জি বিল, বিরোধিতা বিরোধীদের


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার লোকসভায় পেশ করা হলো ভিবি-জি রাম জি বিল। এই বিলের মাধ্যমে একশো দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম-জি করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। লোকসভায় এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

অখিলেশ যাদব এদিন বলেন, রাজনীতি এবং পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে মানুষের উপকার হয়। মনরেগা-এর মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের সুযোগ পেত। বেশ কিছু রাজ্য এখনও মনরেগার অর্থ পায়নি। উত্তর প্রদেশ সরকার তাদের তথ্য নিয়ে কৌশল করছে। রাজ্য সরকারগুলি কারসাজি করছে। দিল্লির সরকার (কেন্দ্রে) উত্তর প্রদেশ সরকারকে অনুকরণ করছে; উত্তর প্রদেশ সরকার সর্বাধিক নাম পরিবর্তনের রেকর্ড রাখে।

মনরেগার নাম পরিবর্তনের বিষয়ে প্রতিবাদ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বিলের নাম ঠিক নয়, কারণ সংবিধান অনুসারে দুটি ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু একটি ভাষা ব্যবহার করা উচিত। মহাত্মা গান্ধীর নাম অপসারণ ভালো নয়, তবে তারা 'রাম' অন্তর্ভুক্ত করার জন্য একাধিক ভাষা ব্যবহার করেছে। এটি কোনও গুরুতর বিষয় নয়। মহাত্মা গান্ধী রাম রাজ্যের কথা বলতেন এবং রাম রাজ্য এবং গ্রাম স্বরাজের দৃষ্টিভঙ্গি তাঁর কাছে একই ছিল। গ্রাম স্বরাজ থাকলে আমাদের দেশে রাম রাজ্য বিরাজ করবে। আমরা বিভিন্ন প্রসঙ্গে ভগবান রামের নাম ব্যবহার করতে পারি, কিন্তু মহাত্মা গান্ধীর নাম অপসারণ? কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা বলেছেন, জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করা উচিত নয়। মনে হচ্ছে কেবল নাম পরিবর্তন করা হচ্ছে, তবে এমনও হতে পারে যে প্রকল্পটি সম্পূর্ণরূপে বাতিল করা হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande