প্রধানমন্ত্রীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রদান করায় অভিনন্দন অমিত শাহের
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রদান করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই সম্মান প্রতিটি ভারতীয়র কাছে এক গর্বের মুহ
অমিত শাহ


নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রদান করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই সম্মান প্রতিটি ভারতীয়র কাছে এক গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছেন তিনি।

এক্স-এ এক বার্তায় অমিত শাহ বলেছেন, প্রতিটি ভারতীয়ের কাছে এক গর্বের মুহূর্ত। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’ প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এ নিয়ে ২৮টি সম্মান পেলেন নরেন্দ্র মোদী, যা তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে ভারতের উত্থান ঘটছে। এই সম্মান ভারত ও ইথিওপিয়ার বন্ধুত্বের ক্ষেত্রে এক মাইলফলক হয়ে থাকবে।

এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande