সুকমায় ফের বড় সাফল্য, এনকাউন্টারে মৃত ৩ মাওবাদী
রায়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ৩ মাওবাদী। সুকমার পুলিশ সুপার কিরণ চাভান জানিয়েছেন, বৃহস্পতিবা
সুকমায় ফের বড় সাফল্য, এনকাউন্টারে মৃত ৩ মাওবাদী


রায়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে ৩ মাওবাদী। সুকমার পুলিশ সুপার কিরণ চাভান জানিয়েছেন, বৃহস্পতিবার সুকমায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর।

গোল্লাপল্লি থানা এলাকায় বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সুকমা জেলায়, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ানরা অভিযান শুরু করে।

গোপন সূত্রে জানা গিয়েছে, ডিআরজি দল বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় প্রবেশ করে এবং সন্দেহভাজন আস্তানা ঘিরে রাখে। সকাল থেকেই নিরাপত্তা বাহিনী এলাকাটি নজরদারিতে রাখে এবং মাওবাদীরা গুলি চালানোর পর শুরু হয় এনকাউন্টার। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ মাওবাদীর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande