
মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সরকারি আবাসন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত মন্ত্রী মানিকরাও কোকাটের পদত্যাগ বৃহস্পতিবার গৃহীত হয়েছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে জানান, আদালতের রায়ের পর মানিকরাও কোকাটে বৃহস্পতিবার সকালেই তাঁর পদত্যাগপত্র উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কাছে জমা দেন। সন্ধ্যায় অজিত পাওয়ার তা গ্রহণ করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠান।
নাসিক জেলা সেশন আদালত সরকারি আবাসন কেলেঙ্কারি মামলায় মানিকরাও কোকাটেকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। এদিকে, কোকাটের আইনজীবী বম্বে হাই কোর্টে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ ও আগাম জামিন চেয়ে আবেদন করলেও আদালত শুক্রবার পর্যন্ত শুনানি মুলতবি রাখে এবং আত্মসমর্পণ বা গ্রেফতারের নির্দেশ দেয়। এর মধ্যেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কোকাটে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য