ত্রিদেশীয় সফর শেষ, মাতৃভূমির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সফল ত্রিদেশীয় সফর শেষে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ওমান সফর শেষে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার থেকে তিন দেশ সফর শুরু
ত্রিদেশীয় সফর শেষ, মাতৃভূমির উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সফল ত্রিদেশীয় সফর শেষে মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ওমান সফর শেষে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার থেকে তিন দেশ সফর শুরু করেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জর্ডনে যান।

এরপর ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ইথিওপিয়া যান প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার পর দুই দিনের সফরে ওমানে যান প্রধানমন্ত্রী মোদী। তিনটি দেশেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ওমান থেকেই নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande