
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): সমুদ্রে পাকিস্তানি এবং চীনা সাবমেরিন শনাক্ত করা এবং ধ্বংস করা ভারতের পক্ষে এখন সহজ হয়ে উঠেছে, কারণ নৌবাহিনী বুধবার গোয়ার আইএনএস হানসায় এমএইচ-৬০আর 'রোমিও' হেলিকপ্টারের দ্বিতীয় স্কোয়াড্রন কমিশন করেছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠীর উপস্থিতিতে আইএনএএস ৩৩৫ এর কমিশনিং ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা আধুনিকীকরণ এবং উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ। এটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সামুদ্রিক যুদ্ধ ক্ষমতা আরও জোরদার করবে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠী আজ গোয়ার আইএনএস হানসায় আমেরিকান এমএইচ-৬০আর সিহক মাল্টি-রোল হেলিকপ্টারের দ্বিতীয় স্কোয়াড্রন কমিশন করেছেন। এই স্কোয়াড্রনটি আইএনএএস ৩৩৫ নামে পরিচিত হবে| গত বছরের মার্চ মাসে কমিশন করা প্রথম স্কোয়াড্রনটি আনুষ্ঠানিকভাবে আইএনএএস ৩৩৪ নামে বিমান বহরে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
‘রোমিও’ হেলিকপ্টারে রয়েছে আধুনিক রাডার ও সেন্সর, এমকে-৫৪ টর্পেডো, হেলফায়ার মিসাইল, রকেট লঞ্চার এবং নাইট ভিশন সিস্টেম। জলের গভীরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে তাৎক্ষণিক আঘাত হানতে সক্ষম এই হেলিকপ্টার। চারটি অস্ত্র সংযোজন পয়েন্ট থাকায় একাধিক ধরনের অস্ত্র বহনে সক্ষম এটি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য