২৮ ডিসেম্বর থেকে ঝাড়খণ্ডে তিন দিনের সফরে যাবেন রাষ্ট্রপতি
রাঁচি, ১৭ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৮ ডিসেম্বর থেকে তিন দিনের সফরে ঝাড়খণ্ডে আসছেন। সফরের প্রথম দিনে তিনি রাঁচিতে পৌঁছে রাজভবনে রাত্রিযাপন করবেন। রাষ্ট্রপতি ২৯ ডিসেম্বর জামশেদপুর যাবেন। সেখানে তিনি এনআইটি জামশেদপুরের সমাবর্তন অ
শুক্রবার লখনউয়ে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর


রাঁচি, ১৭ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৮ ডিসেম্বর থেকে তিন দিনের সফরে ঝাড়খণ্ডে আসছেন। সফরের প্রথম দিনে তিনি রাঁচিতে পৌঁছে রাজভবনে রাত্রিযাপন করবেন।

রাষ্ট্রপতি ২৯ ডিসেম্বর জামশেদপুর যাবেন। সেখানে তিনি এনআইটি জামশেদপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি ওলচিকি লিপির ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে আদিবাসী ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পুনরায় রাঁচিতে ফিরে রাজভবনে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন, ৩০ ডিসেম্বর, রাষ্ট্রপতি গুমলা জেলার রাইডিহে আয়োজিত জনসাংস্কৃতিক সমাগমে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৮ ও ২৯ ডিসেম্বর রাঁচির রাজভবনেই রাত্রিযাপন করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande