আলওয়ারে পিক আপ ভ্যানের সঙ্গে একাধিক গাড়ির ধাক্কা, ঝলসে মৃত ৩
আলওয়ার, ১৭ ডিসেম্বর (হি.স.): পিক-আপ ভ্যানের সঙ্গে একাধিক গাড়ির ধাক্কা রাজস্থানের আলওয়ারে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর রেনি থানা এলাকায় মঙ্গলবার রাতের দুর্ঘটনায় পিক-আপ ভ্যানে নিমেষে আগুন ধরে যায়। আগুনে ঝলসে মারা গিয়েছেন ভ্যানে থাকা অন্তত তিন জন
আলওয়ারে পিক আপ ভ্যানের সঙ্গে একাধিক গাড়ির ধাক্কা, ঝলসে মৃত ৩


আলওয়ার, ১৭ ডিসেম্বর (হি.স.): পিক-আপ ভ্যানের সঙ্গে একাধিক গাড়ির ধাক্কা রাজস্থানের আলওয়ারে। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের ওপর রেনি থানা এলাকায় মঙ্গলবার রাতের দুর্ঘটনায় পিক-আপ ভ্যানে নিমেষে আগুন ধরে যায়। আগুনে ঝলসে মারা গিয়েছেন ভ্যানে থাকা অন্তত তিন জন। তাঁরা ভ্যান থেকে বেরোতে পারেননি। ভ্যানের চালক প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পিক আপ ভ্যান দিল্লি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। মৃত আরোহীরা হরিয়ানা ও মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়েতে থাকা অন্যান্য যানবাহনের সাথে পিক-আপ গাড়ির ধাক্কা লাগলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা তিনজনই আটকে পড়ে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান। দুর্ঘটনায় চালক গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জয়পুরে রেফার করা হয়। আলওয়ার দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, মোহিত, দীপেন্দ্র এবং পদম। আহত চালকের নাম হান্নি, তিনি হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande